×

জাতীয়

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে শেখ হাসিনার অভিনন্দন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১০:২৩ পিএম

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে শেখ হাসিনার অভিনন্দন

ছবি: সংগৃহীত

   

পুনরায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাতামেলা সিরিল রামাফোসাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রামাফোসাকে লেখা অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পুনরায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনাকে উষ্ণ অভিনন্দন। দক্ষিণ আফ্রিকার জনগণ যে আপনার নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে সাম্প্রতিক সংসদীয় নির্বাচনে আপনার বিজয় তার প্রমাণ।

শেখ হাসিনা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আপনার (সিরিল রামাফোসা) অঙ্গীকার আপনার দেশে (দক্ষিণ আফ্রিকা) গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের বহিঃপ্রকাশ। তিনি দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি সিরিল রামাফোসার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকায় জাতীয় ঐক্যের সরকার দেশটির জনগণের আশা-আকাঙ্খা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।

আরো পড়ুন: কাউকে কোনো রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার অনেক সুযোগ আছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি আত্মবিশ্বাসী বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে না, পারস্পরিক স্বার্থে দুই দেশ বৈশ্বিক ইস্যুতেও সহযোগিতা করবে।

রামাফোসার প্রশংসা করে অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরো বলেন, ফিলিস্তিনের প্রতি আপনার সরকারের অবিচল সমর্থন ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তাদের পক্ষে আপনার দৃঢ় অবস্থানকে গভীরভাবে প্রশংসা করছি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সাফল্য, সুস্বাস্থ্য কামনা করেন প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App