×

জাতীয়

কাশিমপুর কারাগারের হিসাবরক্ষক হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:১১ এএম

কাশিমপুর কারাগারের হিসাবরক্ষক হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

ছবি: ভোরের কাগজ

   

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের হিসাবরক্ষক শহীদুল ইসলাম খান হত্যার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে মানিকগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

রবিবার (২৩ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খান এক সংবাদ সম্মেলনে জানান, কাশিমপুর  কারাগারের হিসাবরক্ষক শহিদুল ইসলাম খানের (৫৫) কাছে থাকা অর্থ ও মালামাল লুট করতে তাকে সেতুর ওপর থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ২ আসামি বাস চালক মিস্টার (২৩) ও তার সহকারী শাহীন (২০) এ কথা বলেন। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ এবং নিহত শহীদুল ইসলাম খানের স্ত্রী, মেয়ে ও ছোট ভাই। গ্রেপ্তারকৃত আসামিদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার শ্যামনগর গ্রামে।

এসময় পুলিশ সুপার জানান, ১৬ জুন রাত ১০টার দিকে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে শুকতারা বাসের চালক মিষ্টার ও সহকারী শাহীন মানিকগঞ্জের দিকে রওনা হন। পথে রাত ১১টার দিকে সাভারের নবীনগর থেকে শহিদুল ইসলাম খান ওই বাসে ওঠেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন স্টপেজে সব যাত্রী নেমে গেলেও শহিদুলসহ অপর এক যাত্রী বাসে ছিলেন। এছাড়া বাসচালক, সহকারীসহ ছিনতাইকারী দলের ৩ সদস্যও সেসময় বাসে ছিলেন। রাত ১২টার দিকে মানিকগঞ্জ সদরের জাগীর সেতুর আগে অজ্ঞাতপরিচয় অপর যাত্রীকে মারধর করে তার কাছ থেকে টাকাপয়সা লুট করে ওই বাস থেকে ফেলে দেন তারা। কিছুক্ষণ পর ছিনতাইকারীরা শহিদুল ইসলামকে মারধর করে তার কাছ থেকে ১৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাস থেকে লাথি মেরে জাগীর সেতুর ওপর থেকে নিচে ফেলে দেন। পরের দিন সকালে জাগীর সেতুর নিচ থেকে শহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিনই নিহত শহিদুল ইসলামের বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মালিহা বিভা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন: বাংলাদেশ সশস্ত্র ও পুলিশ বাহিনীর বড় কর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা!

পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় গত শনিবার (২২ জুন) সন্ধ্যায় সিঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাস চালক মিস্টার ও তার সহকারী শাহীনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহীনের বাড়ি থেকে নিহত শহিদুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও লুট করা ৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এ মামলায় বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে নিহত কারাকর্মী শহিদুল ইসলামের মেয়ে মাইশা মালিহা বলেন, তার বাবার কোনো শত্রু ছিলো না। তিনি তার বাবার হত্যাকাণ্ডর সঙ্গে জড়িত সবার কঠিন শাস্তির দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, বাসচালক, সহকারীসহ আরো ৩ আসামি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে তদন্তে জানা গেছে। গ্রেপ্তারকৃত ২ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নিহত শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ সদর উপজেলার ভাজন দাস গ্রামের আবুল হোসেন খানের ছেলে। পরিবার নিয়ে তিনি মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি এলাকায় একটি বাসায় বসবাস করতেন। ঈদের ছুটিতে ১৬ জুন রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মানিকগঞ্জ শহরে বাসার উদ্দেশে রওনা হন। পরের দিন সকালে স্থানীয় লোকজন সেতুর নিচে তার লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাতে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে গত সোমবার সকালে ঘটনাস্থল থেকে নিহত শহিদুলের লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App