×

জাতীয়

যে কারণে চলতি বছর বেশি হাজির মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:২৯ এএম

যে কারণে চলতি বছর বেশি হাজির মৃত্যু

ছবি: সংগৃহীত

   

চলতি বছর হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে এক হাজার ৩০১ হাজি মারা গেছেন। রবিবার (২৩ জুন) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে সৌদি সরকার। কেন এত হাজির মৃত্যু হলো তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। এ জন্য তীব্র দাবদাহকে দায়ী করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। পাশাপাশি পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ও স্যানিটেশন না থাকাকে দায়ী করছেন অনেকে।

বার্তা সংস্থা এএফপি বলছে, হজ পালনে গিয়ে এ বছর মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫৮ জন মিশরের নাগরিক। ইন্দোনেশিয়া বলেছে, তাদের দেশের ২০০-এর বেশি নাগরিক মারা গেছেন, আর ৯৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারত। সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের ৩৫ জন হাজি মারা গেছেন এ বছর। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাতজন নারী। তালিকায় রয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান ও ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের নাম।

 এবারের মৃত্যু নিয়ে সৌদি সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা না হলেও ব্যাখ্যা-বিশ্লেষণ থেমে নেই। এতো বেশি হাজির মৃত্যুর জন্য প্রধানত তীব্র দাবদাহকে দায়ী করা হচ্ছে। এ বছর সৌদিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস, যা গেল হজ মৌসুমের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কারণে হাজিদের মৃত্যুর সংখ্যা ৫ গুণ হয়েছে এ যুক্তি মানতে নারাজ অনেকে।

তাদের মতে, প্রচণ্ড এ তাপপ্রবাহে সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা হাজিদের জন্য পরিস্থিতিকে আরো সংকটময় করে তোলে। এছাড়া হজের সময় প্রচণ্ড গরমের মধ্যে হাজিদের লম্বা দূরত্বের পথ হাঁটতে হয়। তাও কমপক্ষে দিনে ১৫ কিলোমিটার। এতে তাদের হিটস্ট্রোকের পাশাপাশি দেখা দেয় নানা শারীরিক জটিলতা।

তবে সৌদি সরকার বিনামূল্যে অসংখ্য বোতল পানি বিতরণ করলেও এবার প্রয়োজনের সময় অনেক জায়গায় পানি মেলেনি বলে অভিযোগ করেছেন অনেকে। এতে তীব্র গরমে বয়স্করা অসুস্থ হয়ে পড়েন। অনেকের মতে, প্রচণ্ড এ তাপপ্রবাহে সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা হাজিদের জন্য পরিস্থিতিকে আরো সংকটময় করে তোলে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App