আনার হত্যা: আরেক তদন্ত কর্মকর্তাকে বদলি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৫:১৪ পিএম

ছবি : সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তাদের আরো একজনকে বদলি করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলাকালীন দুই কর্মকর্তাকে বদলি করা হলো।
এটা রুটিন বদলি বলে জানােনো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এর সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। এর ফলে তদন্তে কোনো প্রভাব পড়বে না বলেও জানান পুলিশের এক কর্মকর্তা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদারকি বিভাগের উপ-কমিশনার আব্দুল আহাদকে পাবনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তিনি তদন্তের জন্য ভারতে যাওয়া ডিবি দলে ছিলেন।
এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ডেপুটি কমিশনার শাহিদুর রহমান রিপনকে বদলি করা হয়। গত ২ জুন তাকে বদলি করে বরিশালে পাঠানো হয়। তখন এই কর্মকর্তা খুনের ঘটনার তদন্তে নেপালে ছিলেন।
আরো পড়ুন : মিন্টুকে গ্রেপ্তার করে কোনো চাপে নেই ডিবি
প্রসঙ্গত, পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। একই সঙ্গে ৪০ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।
জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজুম মুনিরা সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনের অতিরিক্ত আইজি কৃষ্ণপদ রায়কে পদোন্নতি দিয়ে ঢাকায় পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও নয়জন ডিআইজি, ১৫ জন অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
এদিকে রবিবার সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করার ঘটনায় পুলিশের ওপর কোনো চাপ নেই।
গত ১২ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন সাংবাদিকদের বলেন, তিনি শুনেছেন একটি স্বার্থান্বেষী মহল গ্রেপ্তারকৃত কয়েকজনকে কারাগার থেকে বের করার চেষ্টা করছে।
গত ১৬ জুন আট দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কারাগারে পাঠানো হয়।
মিন্টুকে আট দিনের রিমান্ডে নেয়া হলেও তিন দিনের মধ্যে তাকে আদালতে পাঠায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রসঙ্গত, গত ১২ মে কলকাতায় যান এমপি আনার। গত ২২ মে ভারত ও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয় এমপি আজিম খুন হয়েছেন।