সাকলায়েন-পরীমণিকে নিয়ে যা বললেন ব্যবসায়ী নাসির

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের (এডিসি) দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন। তাকে ‘বাধ্যতামূলক অবসর প্রদানের’ প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই খবর এবার মুখ খুলেছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নাসির উদ্দিন মাহমুদ বলেন, পরীমণি এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আগে থেকেই পরীমণির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক ছিল।
তিনি বলেন, ডিবি থেকে যেদিন তাকে গ্রেপ্তার করা হয় তখন গোলাম সাকলায়েনের আসার অনুমতি ছিলো না (কোনো বিশেষ কারণে তার অপারেশনে যাওয়ার অনুমতি ছিলো না)। তারপরও তাকে স্পটে দেখা গেছে। খুব উৎফুল্ল ছিলেন তিনি। ডিবি কার্যালয়ে নেয়ার পর পরীমণিও সেখানে আসেন। সাকলায়েন তাকে সেখানে নিয়ে গেছে বলে অভিযোগ এই ব্যবসায়ীর।
সাকলায়েনের সঙ্গে সম্পর্কের কারণেই তাকে দিয়েই এমন কিছু ঘটিয়েছে বা এমন আরো সাকলায়েন থাকতে পারে বলেও জানান তিনি।
সাভার বোট ক্লাবে কাণ্ড ঘটিয়ে পরীমণি সফল হয়েছে উল্লেখ করে এই ব্যবসায়ী বলেন, 'পরীমণিকে' কয় জন চিনতো, আমি নিজেও চিনতাম না। ওই ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত আমি তার নামও জানতাম না। এখন তাকে সবাই চেনে। তার পরিচিতি লাভের জন্য বোটক্লাবে এমন ঘটনা ঘটিয়েছে।
আরো পড়ুন : পরীমণি-কাণ্ড : যেভাবে চাকরি ফিরে পেতে পারেন সাকলায়েন
এদিকে সাকলায়েনের চাকুরিচ্যুত হওয়ার খবরে পরীমণি বলেন, সবাই না জেনে, না বুঝে আমাদের দোষ দিয়েছে। কেবল সম্পর্কে কারণে চাকরি যাবে তা হতে পারে না। তাকে সরানোর জন্য আমাকে জড়িয়ে অদ্ভুত কিছু কারণ দাঁড় করানো হচ্ছে। আমার মনে হয়, সে ব্যক্তিগত আক্রোশের শিকার।
উল্লেখ্য, সাকলায়েনের অবসরের সেই নোটিশে বলা হয়,পু লিশ কর্মকর্তা গোলাম সাকলায়েন ও চিত্রনায়িকা পরীমণির মধ্যে ‘অনৈতিক প্রেমের সম্পর্ক’ ছিল এবং তিনি ‘নিয়মিত পরীমণির বাসায় রাত্রিযাপন শুরু করেন’। বিভিন্ন সময়ে (দিনে ও রাতে) নায়িকা পরীমণির বাসায় তিনি অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়।
রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, তার ও পরীমণির আদান-প্রদানকৃত মেসেজসমূহ (২৯ জুলাই, ২০২১ তারিখ হতে ৩ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত) সামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির ফেসবুক আইডি ও গোলাম সাকলায়েন সিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসআ্যাপ নম্বরে (১১ জুলাই, ২০২১ তারিখ হতে ৪ আগস্ট, ২০২১ তারিখ পর্যন্ত) কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়। বরং অনৈতিক প্রেমের সম্পর্ক।
চিঠিতে আরো বলা হয়েছে, সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরীমণির সঙ্গে তার বিবাহবহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরীমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচারমাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। উল্লিখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।