ফসল রক্ষার যন্ত্র উদ্ভাবনে বিজ্ঞানীদের আহ্বান কৃষিমন্ত্রীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০২:৩৮ পিএম

কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ
কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, ক্ষেত থেকে ফসল সংগ্রহের পর ৩০ শতাংশ নষ্ট হয়। এই বিপুল পরিমাণ ফসল যাতে নষ্ট না হয় সেই উপযোগী যন্ত্র উদ্ভাবনের জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার (৭ জুলাই) কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) ২০২১ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী কৃষি খাতে গুরুত্বপূর্ণ আবদান রাখায় এআইপি সম্মাননাপ্রাপ্তদেরকে ধন্যবাদ জানান। পাশাপাশি কৃষকসহ কৃষি খাতে সংশ্লিষ্টদের কর্মকাণ্ড আরো গতিশীল করার জন্য আহ্বান জানান তিনি।
আরো পড়ুন: মালয়েশিয়ার স্পিকারের সঙ্গে ড. শিরীন শারমিনের সাক্ষাৎ
ওসমানী স্মৃতি মিলনায়তনে এআইপি সম্মাননা আনুষ্ঠানের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী। কৃষি খাতে বিশেষ অবদান রাখায় এবার ২২ জনকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মাননা প্রদান করা হয়।