প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিলো আ.লীগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:৪৫ পিএম

ছবি: ভোরের কাগজ
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের যে তাপপ্রবাহ বেড়ে চলছে, তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যেককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।
রবিবার (৭ জুলাই) রাজধানীর মিরপুরে ৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে ৫০০ গাছের চারা বিতরণকালে এসব কথা বলেন তিনি।
আরো পড়ুন: কোটাবিরোধী আন্দোলন নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য আগা খান মিন্টু, প্রফেসর এম এ হামিদ, সাবেক সাংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনাম, উপ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন তিতু, আবুল হাসনাতসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।