কোটাবিরোধীদের সড়ক অবরোধ, হেঁটে সচিবালয়ে গেলেন শিক্ষামন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১১:২৬ পিএম

হেঁটে সচিবালয়ে গেলেন শিক্ষামন্ত্রী।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনসহ সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে পুরো শহর। তীব্র যানজটে দুর্ভোগে পড়েন রাজধানীবাসী।
কোটাবিরোধিদের এই ব্লকেডে আটকা পড়েন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও। বাধ্য হয়ে একপর্যায়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সচিবালয়ে যান তিনি। তার হেঁটে সচিবালয়ে যাওয়ার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামে একটি গ্রুপে দুটি ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘বাংলা ব্লকেডে আটকা পড়েছিল শিক্ষামন্ত্রী নওফেল সাহেব। পরে মৎস্য ভবন থেকে তিনি হেঁটে বাংলা একাডেমি হয়ে সচিবালয় মেট্রো স্টেশনে চলে যান।’
আরো পড়ুন : আন্দোলনকারীদের যে পরামর্শ দিলেন আইনমন্ত্রী
জানা গেছে, সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
ওই বৈঠকে কোটাবিরোধী আন্দোলন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে আওয়ামী লীগ সূত্র। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বৈঠক শেষে সচিবালয়ে ফেরার পথে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্টি হওয়া যানজটের মুখে পড়েন তিনি।