বিসিএসের প্রশ্নফাঁস
আবেদ আলীসহ ৭ আসামি দোষ স্বীকার করতে চান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম

আবেদ আলী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে আবেদ আলীসহ ৭ আসামি নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দী দিতে চান।
বাকি ৬ আসামি হলেন- চক্রের সক্রিয় সদস্য মো. খলিলুর রহমান, সাজেদুল ইসলাম, আবু সোলেমান মো. সোহেল, মো. সাখাওয়াত হোসেন, সাইম হোসেন ও লিটন সরকার।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা।
আরো পড়ুন: এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ জব্দে নির্দেশ
এরপর দুপুর আড়াইটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকের খাস কামরায় তোলা হয়। এ বিষয়ে আদালতে শুনানি হবে।
এর আগে গত সোমবার (৮ জুলাই) রাতে রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়।