৪৪ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার নির্দেশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন এলাকায় জাতীয়করণ করা কলেজের ৪৪ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ বিষয়ে জারি করা একটি রুল নিষ্পত্তি করে এ রায় দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।
আরো পড়ুন: আদালতের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশে এসেছি : জাপানি মা
রায়ের কপি পাওয়ার ৬০ দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে বলে জানান এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। পরে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া সাংবাদিকদের বলেন, সারাদেশে ২০১৮ সালের পরে অনেক কলেজ সরকারি করা হয়। ওইসব কলেজের ওই সময়ে কর্মরত প্রভাষকদের আত্তীকরণ করা হয় ‘আত্তীকরণ বিধিমালা’র আলোকে।
কিন্তু আত্মীকরণের পরে দেখা যায়, যেসব প্রভাষক জাতীয়করণের আগে সপ্তম গ্রেডে বেতন ভাতা পেতেন, জাতীয়করণের পর তাদের নবম গ্রেড দেয়া হয়। এমনকি ২০১৮ সালের পর থেকে তাদের কাছে আগের নেয়া বাড়তি বেতন ফেরত চাওয়া হয়। এই আদেশটি অত্যন্ত বৈষম্যমূলক ছিল। তাই এই আদেশ চ্যালেঞ্জ করে ৪৪ জন শিক্ষক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।