×

জাতীয়

যবিপ্রবি শিক্ষার্থীরা সড়কে, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৬:০৫ পিএম

যবিপ্রবি শিক্ষার্থীরা সড়কে,  উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

   

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সারাদেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনের পক্ষে যশোরে ত্রিমুখী সড়ক অবরোধ করে রেখেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে যশোর-কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল চারটা থেকে যশোরের পালবাড়ি মোড়ে খুলনা-কুষ্টিয়া-রাজশাহী সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করছেন যবিপ্রবির শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান- 'কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।

আরো পড়ুন : জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী বাংলা ব্লকেড ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলবে। কর্মসূচিতে সারা দেশের সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। রাজধানীসহ দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় আসার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় যশোর শহরের পালবাড়ি থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে যশোর প্রেসক্লাবের সম্মুখ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে ৭ দিনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরো পড়ুন : কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App