বেঙ্গল গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৬:৫৩ পিএম

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। ছবি : সংগৃহীত
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়েরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। এছাড়াও ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে দুদকের উপপরিচালক মো. কামরুজ্জামান এই অভিযোগপত্র দাখিল করেন। গত মঙ্গলবার (৯ জুলাই) আবুল খায়েরের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোনায়েম হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১১ লাখ ১২ হাজার ৫০২ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে অপরাধ করেছেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের ওরফে লিটু।
দুদকের তদন্তকালে ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধ প্রমাণিত হয়েছে।
এছাড়া মামলায় অভিযোগের চেয়ে বেশি অর্থাৎ ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করার প্রমাণ মিলেছে। তাই আবুল খায়ের লীটুর বিরুদ্ধে দুদক আইনে চার্জশিট দাখিলের সুপারিশ করে সাক্ষ্য-স্মারক দাখিল করা হয়। পরে কমিশন আবুল খায়েরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
আরো পড়ুন : দ্বিতীয় দফায় মতিউর ও তার স্ত্রী-সন্তানদের বিপুল সম্পদ জব্দ