আবারো কোটা আন্দোলনকারীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৫:৪৪ পিএম

ছবি: ভোরের কাগজ
কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ সারাদেশের বিভিন্ন স্থানে 'ব্লকেড কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেল সোয়া ৫টায় বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।
এর আগে বিকেল ৪টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে ৫টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মিছিল শুরু হয়। পরে হল পাড়া হয়ে ভিসি চত্বর দিয়ে টিএসসি দিয়ে শাহবাগে এসে পৌঁছায়।
আরো পড়ুন: কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী
এসময় শাহবাগ মেট্রো স্টেশনের নিচে পুলিশ অবস্থান করে। তবে তারা এদিনও শিক্ষার্থীদের কোনো বাধা দেয়নি। কিন্তু কারওয়ান বাজারের রাস্তায় যেন শিক্ষার্থীরা যেতে না পারে, সেজন্য তীক্ষ্ণ নজর রাখছেন বলে জানান কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ভয় দেখিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না,' 'পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না,' 'কোটা না মেধা, মেধা মেধা', আঠারোর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার,' 'রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়' প্রভৃতি স্লোগান দেন।