এবার আবেদ আলীর আরেক বড় কুকর্ম ফাঁস

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী|| ছবি: সংগৃহীত
গত এক যুগ ধরে সরকারী চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস করার মত চাঞ্চল্যকর ঘটনায় ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে চাউর আবেদ আলী। সম্প্রতি বিসিএস পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী গ্রেপ্তার করা হয়। ঠিক এর পর মাদারীপুরের ডাসার উপজেলায় সড়ক ও জনপথের (সওজের) জায়গা দখল করে আবেদ আলী গরুর খামার ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার খবর বেরিয়ে আসে।
কিন্তু এবার ভারতে আবেদ আলীর নামে বিপুল অর্থ-সম্পদসহ তার বড় কুকীর্তির খবর ফাঁস হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক এ গাড়িচালকের বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের ভারতের শিলিগুড়িতে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার সূত্র ধরে তিনি নিয়মিত যাতায়াত করতেন সেখানে। ওই সূত্র ধরে দেশ থেকে অবৈধ পথে অর্থ পাচার করে শিলিগুড়িতে একটি বাড়ি কেনাসহ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করেন আবেদ আলী। ইতোমধ্যে তার নামে দেশে বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে। শুধু তাই না তার সঙ্গে জড়িতদের ৭০টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছেন তদন্ত-সংশ্লিষ্টরা।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, আবেদ আলীসহ তার সহযোগীদের ৭০টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব ব্যাংক হিসাবের বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের অবৈধ টাকায় কেনা আবেদ আলীর দুটি বাড়িসহ বেশকিছু প্লট ও ফ্ল্যাটের তথ্য হাতে এসেছে। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। বিসিএস পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ওইদিন আদালতে তদন্তে পাওয়া বিস্তারিত তথ্য জানানো হবে।
আরো পড়ুন: আবেদ আলী সম্পর্কে আরো যা জানা গেল
আরো পড়ুন: আবেদ আলীর প্রশ্নফাঁসে বিসিএস ক্যাডার হয়েছেন যারা
আরো পড়ুন: নিজের যত সম্পদের বিবরণ দিলেন আবেদ আলী
সিআইডি জানায়, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে রয়েছে আবেদ আলীর খামার ও বাগানবাড়ি। এছাড়া তার বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম শিলিগুড়িতে পড়াশোনার সময় সেখানে একটি বাড়িও কিনেছেন আবেদ আলী। এসব সম্পদের আয়ের উৎস সম্পর্কে এখনো আবেদ আলী নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। এছাড়া আবেদ আলী চক্রের ঢাকার মিরপুর, উত্তরা, বনশ্রীতে বাড়ি ও প্লটের সন্ধান মিলেছে।
সিআইডি আরো জানায়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে আবেদ আলী ও তার মালিকানাধীন ইউএসএ রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের ব্যাংক হিসাব ধাপে জব্দ করা হয়। পরে আবেদ আলী ও তার সহযোগীদের ৭০টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যায়। এর মধ্যে কয়েকটি হিসাব রয়েছে মাদারীপুরে। তার আরো ব্যাংক হিসাব এবং লেনদেন চিহ্নিত করার চেষ্টা চলছে।
এর আগে ৭ জুলাই বিসিএসসহ সরকারী চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবেদ আলী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি হয়। তারা হলেন বিপিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী এবং তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম, বিপিএসসির উপপরিচালক মো. আবু জাফর ও মো. জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক (ডেসপাস) সাজেদুল ইসলাম। এছাড়া সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু সোলায়মান মো. সোহেল, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মো. জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তাপ্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মো. মামুনুর রশীদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মো. নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং লিটন সরকার।