×

জাতীয়

কোটা আন্দোলন

বঙ্গভবনে স্মারকলিপি নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:১৩ এএম

 বঙ্গভবনে স্মারকলিপি নিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল

ছবি: ভোরের কাগজ

   

সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ১২ জনের প্রতিনিধিদল পুলিশের নিরাপত্তায় বঙ্গভবনে গিয়েছেন। রবিবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। প্রতিনিধিদলে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ, নাহিদ, সারজিস, নিদ্রা, আরিফ সোহেল, সুমাইয়া, আশিক, কাদের, মাহিন, হাসিব, মাসুদ ও সিফাত।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার পাতাল সড়ক মার্কেট মোড়ে। এর আগে গুলিস্তান জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের সামনে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার পাতাল সড়ক মার্কেট মোড়ে ফের পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থী। এ সময় আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কথা বলে পুলিশ।

পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থীদের অনুরোধ করছি, এটা রাষ্ট্রপতির ভবন তথা সংরক্ষিত এলাকা। এখানে (বঙ্গবন্ধু স্কয়ার পাতাল সড়ক মার্কেট মোড়) সকল শিক্ষার্থীরা অবস্থান নিবেন, শুধু সমন্বয়করা বঙ্গভবনে যাবেন।

তিনি আরো বলেন, ‘বঙ্গভবনের নিরাপত্তার ইস্যু রয়েছে। অতি উৎসাহী হওয়া যাবে না। আজকে পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো অনিয়ম ছিল না। কেউ লিমিট ক্রস করবেন না। আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কার করতে এসে মামলা খেয়ে সরকারি চাকরির ক্যারিয়ার শেষ করতে চাই না।’

এর আগে গণপদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি প্রদানের কর্মসূচিতে অংশ নিতে আজ রবিবার সকাল সাড়ে ৯টায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে রায় সাহেব বাজার হয়ে তাঁতিবাজার মোড় হয়ে গুলিস্তান মাজার থেকে পুলিশ হেড কোয়ার্টার্স হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পৌঁছায়। সেখান থেকে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য বিরাট গণপদযাত্রা নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App