মধ্যরাতে জবি শিক্ষার্থীদের তাঁতিবাজার অবরোধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:৩৪ এএম

ছবি: ভোরের কাগজ
প্রধানমন্ত্রীর এক বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে মাঝরাতে ফুঁসে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) রাত ১২ টা ২৬ মিনিটে নিউজ লেখার সময় পর্যন্ত মেয়েরা হল থেকে ও আশেপাশে মেসে থাকা ছেলে শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতিবাজার অবরোধ করেছে।
এসময় কয়েক হাজার শিক্ষার্থী 'তুমি কে আমি কে রাজাকার রাজাকার', 'কে বলেছে কে বলেছে সরকার সরকার', 'রাজাকার আসছে রাজপথ কাঁপছে', 'চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার', 'ঢাবিতে হামলা কেন প্রশাসন জবাব চাই' স্লোগান দিতে দেখা যাচ্ছে।
সোহান নামে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, সরকার কতটা বোধহীন হয়ে পরলে সাধারণ শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলন না মেনে উল্টো শিক্ষার্থীদের রাজাকার তকমা দেয়। আমরা জাতি হিসেবে লজ্জিত।
সুমাইয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, সরকার মনে হয় ভুলে গেছে এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনের বিজয় হয়েছে ছাত্র সমাজের হাত ধরে। আজকে শিক্ষার্থীদের একটি যৌক্তিক আন্দোলনকে কিভাবে কটূক্তি করতে পারে। আমরা জাতি হিসবে লজ্জিত।