ক্যান্টনমেন্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ২ নির্মাণ শ্রমিক আহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:১২ পিএম

ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে তাদেরকে গুলি করা হয়েছে।
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। ভবন নির্মাণ নিয়ে দ্বন্দ্বের জেরে তাদেরকে গুলি করা হয়েছে বলে জানা গেছে। রবিবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ক্যান্টনমেন্ট থানাধীন "কাজী এস পাড়াগাছ রেস্টুরেন্টের" পাশে একটি গলির ভিতর এই ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমগীর হোসেন (৪৮) ও আমির হোসেন (২৮)।
তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সজল চৌধুরী জানান, তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। পুরাতন রেস্টুরেন্টটির পাশের একটি গলিতে একটি ভবন নির্মাণের কাজ হাতে নিয়েছেন তিনি। ওই জায়গাটির মালিক নিজেই তাকে সেখানে ভবন নির্মাণের অনুমতি দিয়েছেন। তবে গত তিন দিন আগে তিনি যখন সেখানে ইট বালুসহ মালামাল নিয়ে যান তখন স্থানীয় প্রভাবশালী কিলার মামুন তাকে বাধা দেয়।
তবে ওইদিনই তার সাথে কথা বলে বিষয়টি মীমাংসা করে ফেলেন। রবিবার রাতে আরো কিছু মালামাল সেখানে পাঠানোর কথা এবং সেজন্য তার ৫-৭ জন কর্মচারী সেখানে অপেক্ষা করছিলেন। তখন কিলার মামুনের ১৫-২০ জন সদস্য সেখানে গিয়ে কর্মচারীদের তাদের উপর আক্রমণ করে। তাদেরকে দীর্ঘসময় আটকে বেধড়ক মারধর করে এবং দুজনের পায়ে গুলি করে বলে অভিযোগ তার।
দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পরবর্তীতে খবর পেয়ে তিনি আহতদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তবে ঢাকা মেডিকেলের চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এরপর মামলা করার জন্য আহতদেরকে নিয়ে তিনি ক্যান্টনমেন্ট থানায় যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত দুজনকে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসকরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই বিস্তারিত তদন্ত করছে।