×

জাতীয়

কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ০২:২২ পিএম

কোটা আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন আইনমন্ত্রী

কোটা প্রসঙ্গে আদালতের রায় পর্যন্ত অপেক্ষার কথা বললেন আইনমন্ত্রী। ছবি: সংগৃহীত

   

কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করব। যেহেতু বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত, তাই সরকার স্বাভাবিকভাবেই অপেক্ষা করবে।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া মিলনায়তনে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ‘ঘৃণ্য ইনডেমনিটি আইন এবং জননেত্রীর কারাবন্দী দিবস’ উপলক্ষে ‘বিচারহীনতায় বাংলাদেশ: বেআইনি আইন ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত সেমিনারটিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান। সেমিনারে সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

আনিসুল হক বলেন, বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন সুতরাং আদালত কী বলে প্রথমে তা শুনে পরে পদক্ষেপ নেবে সরকার। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন, সর্বোচ্চ আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যেতে বলেছে। শিক্ষকদেরও শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ তৈরি করতে বলেছে। এরপরেও কি কোন ধরনের স্লোগান দেয়ার যৌক্তিকতা থাকে?

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০১৮ সালে কোটা বাতিল করেছেন। পরে ৭-৮ জন মুক্তিযোদ্ধার সন্তানরা মিলে হাইকোর্টে রিট আবেদন করেছেন। এখন যারা আন্দোলন করছেন তারা কেন একজন আইনজীবী দিলেন না। পত্রিকায় হাইকোর্টের রায়ের কথা শুনেই কেন তারা রাস্তায় নামলেন। প্রধানমন্ত্রীর কাছে গেলেইতো হতো, এর আগেওতো অনেককিছু হয়েছে।

আইনমন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তাদের একটা প্রয়োজন ছিল মানুষকে ভয় দেখানোর। একারণেই ইমডেমনিটি আইন করা হয়েছিল। কেউ যাতে এই ঘৃণ্য হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে না পারে।

আরো পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

‘ইনডেমনিটি আইন হচ্ছে আজকের স্লোগানের ধারাবাহিকতা। ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় এসব হচ্ছে।’, যোগ করেন আনিসুল হক।

আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতির কথা উল্লেখ করে সেমিনারের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘আমি যেহেতু ক্যাম্পাসে থাকি, ঘটনার সময় মনে হচ্ছিল পাকিস্তান কলোনিতে আছি। ওইদিনের আগেও অনেক মেয়েকে দেখেছি আমি রাজাকার লিখে বসে ছিল। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে খুবই অপমানজনক স্লোগান দিচ্ছিল।’

ড. মীজানুর বলেন, একটি অধিবেশন ডেকে সংসদ আইন পাস করলেও সুপ্রিম কোর্টও তো বাতিল করে দিতে পারেন। উচ্চ আদালতের তো সেই এখতিয়ার রয়েছে।

সেমিনারে আরো বক্তব্য দেন সংসদ সদস্য তারানা হালিম, ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী এবং সাংবাদিক নেতা মানিক লাল ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষক মো. আফিজুর রহমান।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App