বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪, ১১:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টায় বেরোবি উপাচার্য হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুরে কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থী আবু সাঈদ নিহত হয়েছেন। এতে ক্যাম্পাস অশান্ত হয়ে উঠেছে। ফলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাস ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। উপাচার্যের বাসভবনে আগুন দেন আন্দোলনকারীরা। দোতলা বাড়ির নিচতলায় ভাঙচুর করা হয়। তাতে উপাচার্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। এসময় উপাচার্য, সহ-উপাচার্যের গাড়িসহ পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়।
এদিন দুপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় বেরোবির শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একটি মিছিল বের করেন। শহরের লালবাগ এলাকা থেকে সেটি ক্যাম্পাসের দিকে এগোতে থাকে। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। সেসময় শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে আন্দোলনরত এক শিক্ষার্থী নিহত হন। আহত হন আরো অনেকে। এর মধ্যে সাংবাদিকও রয়েছেন।
নিহত আবু সাঈদের বন্ধু অঞ্জন রায় বলেন, তার শরীরে একের পর রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়। পরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার নাক দিয়ে রক্ত ঝরছিল। সংঘর্ষ চলায় তাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়। ফলে মৃত্যু হয়।
রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ২ জন সাংবাদিকসহ ২৬ শিক্ষার্থী চিকিৎসাধীন। এর আগে অনেকেই ভর্তি হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।