পুলিশের গাড়ি পুড়িয়ে দিল শিক্ষার্থীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম

ছবি: ভোরের কাগজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি পিকআপ ভ্যান গাড়িতে আগুন দিয়েছে কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানী রামপুরা হাজীপাড়া বেটার লাইফ হসপিটালের সামনে এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রাখায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। ফলে গাড়িটি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের গাড়ি যাওয়ার সময় দুপুর সোয়া ১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে আগুন দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এলেও আন্দোলনরতরা আগুন নিভাতে দেয়নি। পরে পুড়ো গাড়িটি পুড়ে যায়।
আরো পড়ুন: কোটা আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী
এদিকে যুমুনা ফিউচারপার্ক এলাকা থেকে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত থেমে-থেমে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। রামপুরা টিভি সেন্টারের এ পাড় থেকে মালিবাগ পর্যন্ত সড়ক শিক্ষার্থীদের দখলে রয়েছে। পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাসের আঘাতে শতাধিকের বেশি ছাত্র এখন পর্যন্ত আহত হয়েছে। তারা রামপুরার বেসরকারি বাংলাদেশ মাল্টি কেয়ার হসপিটালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।