×

জাতীয়

কোটা আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

কোটা আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন

আইনমন্ত্রী আনিসুল হক

   

কোটা আন্দোলন ঘিরে নিহতের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনা করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় সংসদের টানেলে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। 

আনিসুল হক বলেন, গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের ঘটনায় হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নীতিগত কোটা সংস্কারের পক্ষে সরকার। আন্দোলনকারীরা চাইলে আমরা আজই বসতে রাজি।

আইনমন্ত্রী বলেন, সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের পক্ষে। উচ্চ আদালতে শুনানির সময় এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রস্তাব তুলে ধরা হবে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে, সেহেতু আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এটির সুরাহা করতে হবে। সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই-শিক্ষার্থীরা আজই আন্দোলন বাদ দিয়ে ঘিরে যাক। আমরা তাদেরকে জোর অনুরোধ করছি।

আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের আলোচনার বার্তাকে প্রধানমন্ত্রী স্বাগত জানিয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে, এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে বসব। তারা যখনই বসতে রাজি হবে আমরা প্রস্তুত আছি।

 আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে আনিসুল হক বলেন, আমার মনে হয় আজ থেকে আন্দোলন করার কোনো প্রয়োজন নাই। আমরা সেই কারণে তাদের আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, তারা যেন সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরির সব কোটা বাতিল করে ২০১৮ সালে পরিপত্র জারি করেছিল সরকার। এক রিট আবেদনে সেই পরিপত্র বাতিল করে হাইকোর্ট সম্প্রতি কোটা ফিরিয়ে আনার রায় দেয়। এর প্রতিবাদে জুলাইয়ের প্রথম দিন থেকে ফের আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শুরুতে তারা সমাবেশ-মানববন্ধনের মত কর্মসূচিতে থাকলেও পরে সড়ক অবরোধের ‘বাংলা ব্লকেড’ শুরু করলে জনভোগান্তির সূচনা হয়।

এরমধ্যে প্রধানমন্ত্রীর এক বক্তব্য ঘিরে আন্দোলন নতুন মাত্রা পায়। গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা করলে এ আন্দোলন সহিংস রূপ পায়। মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ বাধে। তাতে প্রাণ যায় ছয়জনের। বুধবারও বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। এসব ঘটনায় আহত হয় কয়েক ডজন মানুষ। সরকার সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App