×

জাতীয়

ডা. সায়ন্থসহ বিএনপির ২১ জন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৭:৫৩ পিএম

ডা. সায়ন্থসহ বিএনপির ২১ জন কারাগারে

ছবি: সংগৃহীত

   

বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা শেষে অরাজকতা সৃষ্টির অভিযোগে পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপির ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আসামিদের উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিদের জামিন চেয়ে আবেদন করে তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আরো পড়ুন: রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ, দারুস সালাম থানার ১০নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খান জুয়েল (৫৮), তুরাগ থানার বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ ভুইয়া আমান (৫৪), বিএনপি নেতা দিল মোহাম্মদ (৫৬), মো. নওয়াব আলী (৪৯), দারুস সালাম থানার ১২ নম্বর ওয়ার্ড যুবদল সেক্রেটারী শেখ মর্তুজা আলী (৩৭), রূপনগর থানার শ্রমিক দলের সেক্রেটারী মো. শামছুল আলম মিন্টু (৫৪), দক্ষিনখান থানার ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-কোষাধ্যক্ষ এস এম মশিউর রহমান (৫২), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারন সম্পাদক সুমন আহম্মেদ (৩০), মিরপুর-২ নম্বর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবুল বাশার ভুইয়া (৫৬), ফজলুর রহমান (৬০), ইকতারুল ইসলাম মিঠু (৩৪), মো. মাছুম (৩০), আমির হোসেন (৫০), মনির হোসেন (৩৬), পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল আমিন সুজন (৪২), মো. কামরুল হাসান (২২), মো. হামিদুর রহমান হাম্মাদ রাব্বি (২৭), রফিকুল ইসলাম (৫০), মো. ফয়েজ আহম্মেদ (৪০) ও সৈয়দ ইসমাইল হোসেন (৪০)। 

এর আগে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা থেকে ফেরার পথে গত বুধবার তাদের গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত একটি গায়েবানা নামাজ অনুষ্ঠিত হয়। এ গায়েবানা জানাজা নামাজে অনুমান ৪০০-৫০০ জন সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ নামাজ শেষে তারা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট দিয়ে বের হয়ে মিছিলসহ অরাজকতা সৃষ্টি করবে বলে খবর পায় পুলিশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App