×

জাতীয়

স্থানীয় সরকারের ২২৩ নির্বাচন স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৪:৩৯ পিএম

স্থানীয় সরকারের ২২৩ নির্বাচন স্থগিত

ছবি: সংগৃহীত

   

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ জারি থাকায় গত শনিবার এ সব পদের উপ-নির্বাচন স্থগিত করেছে ইসি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। পরে, নির্বাচন স্থগিতের বিষয়ে রিটার্নিং অফিসারদেরও চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে জেলা পরিষদের ২৩টি পদ, পৌরসভার ৫টি ও ইউপির ১৯৫টি পদে শনিবার ভোট হওয়ার কথা ছিল। 

নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম বুধবার (২৪ জুলাই) বলেন, নির্বাচন করতে ভোটগ্রহণ কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীসহ ব্যাপক লোকবল দরকার। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এসব নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে সুবিধাজনক সময়ে ভোটের নতুন তারিখ জানিয়ে দেয়া হবে।

আরো পড়ুন: পিএসসির সব পরীক্ষা স্থগিত

উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিলে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারির সিদ্ধান্ত নেয় সরকার। গত শুক্রবার রাত ১২টা থেকে কার্যকর হয় কারফিউ। এখন প্রতিদিন কয়েক ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পুরোপুরি তুলে নেয়া হয়নি। ফলে প্রার্থীরা প্রচারের সুযোগ পুরোপুরি পাচ্ছেন না।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়ন জমার শেষ সময় ছিল ৪ জুলাই। ৫ জুলাই বাছাইয়ের পর ১০ জুলাইয়ের মধ্যে প্রত্যাহারের সুযোগ ছিল। ১১ জুলাই প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে ছিলেন প্রার্থীরা। এসব নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে। কিন্তু প্রচার বিঘ্নিত হওয়ায় বিদ্যমান পরিস্থিতিতে এসব নির্বাচন স্থগিত করেছে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App