ভুলে জাতিসংঘের লোগো মোছা হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:৩৬ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট অশান্ত পরিস্থিতি থামাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জাতিসংঘের লোগোযুক্ত যেসব যান ব্যবহৃত হয়েছে, তাতে বিশ্ব সংস্থাটির লোগো ভুলে মোছা হয়নি। পরে সেই লোগোগুলো মুছে দেয়া হয়েছে। বুধবার (২৪ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।
গত ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত সর্বশেষ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। এসময় মন্ত্রীকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিক্ষোভ চলার মধ্যে সংস্থাটির লোগোসংবলিত হেলিকপ্টার ও ট্যাংক মোতায়েন করা হয়েছে, যা প্রচারিত হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদে। এই সংবাদ প্রচারের পর নিউইয়র্কে জাতিসংঘ দপ্তর থেকে ঢাকায় বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়।
হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের কোনো বাহন ব্যবহার হয়নি। যে সমস্ত বাহন ব্যবহার হয়েছে তা জাতিসংঘকে ভাড়া দেয় বাংলাদেশ। সেই বাহনে তাদের লোগো লাগানো ছিল। এটি ভুলে মুছা হয়নি। এখন তা মুছে ফেলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩, ১৪ এবং ১৫ সালে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের অনেকের শাস্তি হয়েছে। অনেকে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে। অনেকের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। কিন্তু এবার আমরা খুবই কঠিন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। কারা বিটিভিতে আগুন দিয়েছে, কারা গেট ভেঙেছে সব ঘটনার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। এটি দেখে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
এই আন্দোলনের আগাম বার্তা পেতে এবং আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা আছে কি না, বিষয়টি তদন্ত করে দেখা হবে কি না, এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে শান্তি স্থাপিত হয়েছে। তারা যথেষ্ট চেষ্টা করছেন। বিটিভিতে আমি জিজ্ঞেস করেছিলাম কীভাবে ঢুকলো। তারা বলেছেন, সেদিন পুলিশের কোনো গুলির অর্ডার ছিল না। পুলিশ আক্রান্ত হয়েছে, কিন্তু গুলি করেনি।
মন্ত্রী বলেন, সেদিন পুলিশের গুলির অনুমতি থাকলে হয়তো বিটিভি জ্বলতো না। সুতরাং এখানে অনেকগুলা ফ্যাক্টর ঢুকেছে।