×

জাতীয়

রাজধানীতে অসহনীয় যানজট, দুর্ভোগে মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৭:০৮ পিএম

রাজধানীতে অসহনীয় যানজট, দুর্ভোগে মানুষ

ছবি: সংগৃহীত

   

কারফিউ শিথিলের দ্বিতীয় দিনেও রাজধানীর অধিকাংশ সড়কেই বেড়েছে যানবাহনের সংখ্যা। বিশেষ করে অফিস টাইম শুরু এবং শেষ হওয়ার পর যানজটের পরিমাণ বেড়ে যায়। যানজটে আটকে থাকা মানুষের কষ্ট আরো দ্বিগুণ করেছে তীব্র গরম। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১ টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে লক্ষ্য করা গেছে যানজট। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। বিকেল ৩টার মধ্যেই অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম শেষ হয়েছে। অফিস শেষে কারফিউ শুরুর পূর্বে বাড়ি ফিরতে তাড়া ছিল অনেকেরই।

এসময় রাজধানীর মগবাজার, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট সড়কে গাড়ির চাপ দেখা যায়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কার্যক্রম বন্ধ থাকায় প্রধান সড়কে গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ।

আরো পড়ুন: কবে চালু হবে মেট্রোরেল, যা জানা গেল

কারওয়ান বাজার থেকে মোহাম্মদপুরগামী বেসরকারি চাকরিজীবী কুদরতউল্লার সঙ্গে কথা হলে তিনি বলেন, বিকেল ৩টায় অফিস শেষ হতেই বাসার দিকে রওনা হয়েছি। প্রথমে বাসের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে। অনেক বাসে যাত্রী বেশি থাকায় উঠতে পারিনি। পরে একটি বাসে কোনো রকমে উঠলেও সেটা এখন যানজটে আটকা। বাসায় কখন পৌঁছাব জানি না।

আরেক বেসরকারি চাকরিজীবী দীপ্ত এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছেন মগবাজারের উদ্দেশে। তিনি বলেন, এয়ারপোর্ট থেকে খিলক্ষেত-বিশ্বরোড পর্যন্ত যানজট। ভেবেছিলাম কারফিউ শুরু হওয়ার আগেই বাসায় পৌঁছাব। কিন্তু এখন রাস্তার অবস্থা দেখে সেটা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।

যানজট প্রসঙ্গে এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, গত দুইদিন ধরে অফিস শেষ হওয়ার পরই রাস্তায় গাড়ির ব্যাপক চাপ থাকে। তবে সেটা সন্ধ্যার মধ্যেই কেটে যায়। সন্ধ্যার পর রাজধানীর অধিকাংশ সড়কে যানজট সহনীয় পর্যায়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App