×

জাতীয়

কোটা আন্দোলনে নিহতের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম

কোটা আন্দোলনে নিহতের নতুন সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

   

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকারী চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশে ১৫০ জনের মৃত্যু হয়েছে । সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় বিষয়টি উপস্থাপন করেন তিনি।

পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোটা সংস্কার আন্দোলনের সকল তথ্য তুলে ধরেন মন্ত্রিসভা বৈঠকে। সেখানে তিনি জানান এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন। এই তথ্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা আগামী মঙ্গলবার (৩০ জুলাই) সারাদেশে শোক পালনের ঘোষণা দেন।

এর আগে রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতায় সারাদেশে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছিলেন, আমরা এ পর্যন্ত ১৪৭ জন নিহতদের তথ্য পেয়েছি। তাদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ণয়ের কার্যক্রম চলছে।

নিহতের সংখ্যা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন জানিয়ে মন্ত্রী বলেন, এই কয়দিনের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের একটা তালিকা আমাদের কাছে আছে। এটি আমরা আরো যাচাই-বাছাই করছি। আরো যদি দু-একজনের খবর পাই তবে তা আমরা অন্তর্ভুক্ত করব।

তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জন মারা গেছে বলে আমাদের হিসাবে রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।‌ বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছেন। বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা থেকে নিহতের এ সংখ্যা পাওয়া গেছে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

এর আগে রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় সরকারিভাবে এখন পর্যন্ত ১৪৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

তিনি বলেন, মৃতের সংখ্যা নির্ণয়ে আরো অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App