×

জাতীয়

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর অবসরে, পাবেন না কোনো সুযোগ-সুবিধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০১:০৮ পিএম

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর অবসরে, পাবেন না কোনো সুযোগ-সুবিধা

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর অবসরে, পাবেননা কোন সুযোগ-সুবিধা। ছবি: সংগৃহীত

   

ছাগল কাণ্ডের ঘটনায় আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বুধবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মকিমা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মতিউর রহমান সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্তকালীন সময়ে তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়। এসময় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন (২০১৮ এর ধারা-৪৪(১) ও ধারা-৫১) অনুযায়ী ২০২৪ সালের ২৯ আগস্ট সরকারি চাকরি হতে অবসর (ঐচ্ছিক) প্রদান করা হলো। এ সময়ে অবসরজনিত আর্থিক সুবিধা অবসর উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন পাবেন না।

এর আগে চলতি বছর ঈদুল আযহায় মতিউর রহমানের ছেলে ইফাত মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে আরো ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনার পরপরই বেরিয়ে আসে মতিউর রহমানের ছেলের দামি ব্রান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন। বেরিয়ে আসে মতিউর রহমানের পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি।

আলোচিত মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে গত ২৩ জুন ৩ সদস্যের তদন্তটিম গঠন করে দুদক। আনোয়ার হোসেনের নেতৃত্ব টিম কাজ শুরু করে। পরে ২৪ জুন মতিউরের স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয় আদালত। 

অনুসন্ধানে মতিউরের স্ত্রী সন্তানদের ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট, ২৩৬৭ শতাংশ জমি ও ৪টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেয় আদালত। এর আগে গত ৪ জুলাই মতিউর ও তার স্ত্রী সন্তানদের ১০১৯ শতাংশ জমি ও ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয় আদালত।

আরো পড়ুন: ছাত্রনেতাদের উদ্দেশে যা বললেন ওবায়দুল কাদের

ইতোপূর্বে, মতিউর রহমানের বিরুদ্ধে গত দুই যুগে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠলেও প্রতিবারই অব্যাহতি পান তিনি। সর্বশেষ তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হলে সেখানে থেকে স্বেচ্ছায় অবসরে যান মতিউর।

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App