×

জাতীয়

শিক্ষার্থীদের দখলে রাজধানী, গুরুত্বপূর্ণ সব সড়ক ও যান চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৫:২২ পিএম

শিক্ষার্থীদের দখলে রাজধানী, গুরুত্বপূর্ণ সব সড়ক ও যান চলাচল বন্ধ

শিক্ষার্থীদের দখলে রাজধানী, গুরুত্বপূর্ণ সব সড়ক ও যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

   

পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী শনিবার (০৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির পক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বন্ধ করে দেয়া হয় যান চলাচল।

শিক্ষার্থীদের অবরোধের ফলে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে যাত্রাবাড়ী, শান্তিনগর, সাইন্সল্যাব, রামপুরা, মেরুল বাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্বরোড, মিরপুর-১০ ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

বেলা সোয়া ১টার দিকে রাজধানীর প্রগতি সরণি ও যমুনা ফিউচার পার্কের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যান চলাচল।

এর আগে বেলা ১১টার দিকে ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আশপাশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। দুপুর দেড়টা পর্যন্ত অন্তত ৩ হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন এই বিক্ষোভ সমাবেশে।

দুপুর ১২টা থেকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। এ বিক্ষোভে নেমে আসে সাধারণ জনতার ঢল। শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে সংহতি জানায় পথচারী, রিকশাচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ আন্দোলন ঘিরে সায়েন্সল্যাব এলাকার পুরো সড়ক দখলে চলে যায় আন্দোলনকারীদের।

গাজীপুরের শ্রীপুরে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। একই সঙ্গে আগুন দেয়া হয় পুলিশের ১টি গাড়িতে। এ ঘটনায় ঢাকা-গাজীপুর রোডেও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

রাজধানীর প্রগতি সরণি, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা গেট এলাকায় পুলিশকে দেখা গেছে সতর্ক অবস্থায়। 

বসুন্ধরা গেট এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি জানান, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আমাদের বেশ কয়েকটি টিম এখানে কাজ করছে। নিরাপত্তা নিশ্চিতের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা এখানে অবস্থান নিয়েছি।

আরো পড়ুন: শহীদ মিনারে জনসমুদ্র, চলছে স্লোগান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘খুনি সরকারের সঙ্গে কোনোপ্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। গুলি আর সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হয় না।’

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App