×

জাতীয়

অসহযোগ আন্দোলন: ১৮ জেলায় সংঘর্ষে নিহত ৮৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৫:১২ পিএম

অসহযোগ আন্দোলন: ১৮ জেলায় সংঘর্ষে নিহত ৮৮

ছবি: ভোরের কাগজ

   

সারাদেশে রবিবার (৪ আগস্ট) থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকারদলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। রবিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা বাড়তে থাকে। সংঘর্ষে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৮ জেলায় ৮৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকায় ১ জন,  ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৩ জন, ভোলায় ৩ জন, বগুড়ায় ৩ জন,  মুন্সিগঞ্জে ৩ জন, কুমিল্লায় ১ জন, মাগুরায় ৩ জন, বরিশালে ১ জন, সিলেটে ২জন, জয়পুরহাটে ১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ঢাকা: আন্দোলনকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে ঢাকায় আবদুল্লাহ সিদ্দিক নামে একজন নিহত হয়েছেন। রবিবার দুপুরে ধানমণ্ডির জিগাতলা এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবদুল্লাহ সিদ্দিক ঢাকার হাবীবুল্লাহ্‌ বাহার কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।

ফেনী: ফেনীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক। রবিবার দুপুরে শহরের মহীপালে দফায় দফায় সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটে। ফেনী হাসপাতালের আরএমও আসিফ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেনে। নিহতরা হলেন, ফেনীর ফাজিলপুর উপজেলার সাইদুল ইসলাম (২৫), সদর উপজেলার শিহাব উদ্দিন (২২), দুই রিকশাচালকসহ আরও একজন। পঞ্চমজনের পরিচয় পাওয়া যায়নি তার লাশ মর্গে রয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় তিনজন নিহত হয়েছেন। মারা যাওয়ারা সবাই বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এদিকে, জেলার রায়গঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদী হাসান ইলিয়াস এবং সাধারণ সম্পাদক আল-আমিন সরকার নিহত হয়েছে। এমনটি দাবি করেছেন চাঁন্দাইকোনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিম আহমেদ। নিহত আল-আমিন সরকারের বড় ভাই হলেন সেলিম আহমেদ। 

পাবনা: পাবনায় আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন: জাহিদুল ইসলাম (১৯), ফাহিম (১৭) ও মাহবুবুল হোসেন নাতে। জাহিদুল ও ফাহিম ছাত্র আর মাহবুবুল হোসেন ভাড়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদের গাড়িচালক।

রংপুর: সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগের মধ্যে রংপুর নগরীতে তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। তারা হলেন- রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হারাধন রায় হারা, যুবলীগকর্মী মাসুম মিয়া (৩১) এবং নগরীর গোড়াপীপাড়ার বাসিন্দা খাইরুল (৩০)।

ভোলা: ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে রবিবার তিনজন নিহত হয়েছেন। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিএনপির দাবি, তাদের দুই কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি, তাদের এক যুবলীগ কর্মীকে বিক্ষোভকারীরা পিটিয়ে হত্যা করেছে।

বগুড়া: বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপপরিচালক আবদুল ওয়াদুদ এবং অপরজনের বিষয় নিশ্চিত করেছেন বেসরকারি স্বদেশ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তিনজনের মধ্য দুজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও একজন বেসরকারি স্বদেশ হাসপাতালে রয়েছেন। নিহতের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মনিরুল ইসলাম (২২)। তাঁর বাড়ি কাহালু উপজেলায়

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রবিবার (৪ আগস্ট) আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সাংবাদিকসহ আহত হয়েছেন শতাধিক। নিহতরা হলেন-শহরের উত্তর ইসলামপুর এলাকার প্রয়াত কাজী মতিন ফরাজীর ছেলে রিয়াজুল ফরাজী (৩৮), একই এলাকার মো. সজল (৩০) এবং হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মেহেদী হাসান। তাঁদের মধ্যে রিয়াজুল ও  সজল ঘটনাস্থলে এবং হাসপাতাল নেওয়ার সময় মেহেদী হাসান মারা যান বলে জানান তাঁর স্বজনেরা।

কুমিল্লা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে কুমিল্লার দেবিদ্বারে পথচারী একজন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া। নিহত আবদুল্লাহ রুবেল (৩৩) উপজেলার বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে। তিনি প্রান্তিক নামের একটি পরিবহনের বাসচালক ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মাগুরা: মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন। মাগুরা সদর হাসপাতালের কর্মব্যরক চিকিৎসক ডা. অমর প্রসদ দুজনের তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরো এক জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী (২৫), মহম্মদপুরের বালিদিয়া  গ্রামের যুবক সুমন শেখ (২৬), শ্রীপুরের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবদলকর্মী ফরহাদ (২২)। সংঘর্ষে আহত হয়েছে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন।

বরিশাল: বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি।  নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।  মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবি কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে এতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এক নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করছে স্থানীয়রা। রবিবার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয় তারা। নিহতরা হলেন ধারাবহর গ্রামের মো: মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।

জয়পুরহাট: জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। নিহতের নাম মেহেদী হাসান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App