×

জাতীয়

বাংলাদেশের বুকে এরকম দীর্ঘ ও ভারী রাত আর আসেনি: ফারুকী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম

 বাংলাদেশের বুকে এরকম দীর্ঘ ও ভারী রাত আর আসেনি: ফারুকী

নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশজুড়ে অসহযোগ আন্দোলনকে ঘিরে সরকার সারাদেশে কারফিউ ঘোষণা করেছে। প্রথমে ৯ দফা দাবি ঘোষণা করা হলেও পরে তা বদলে এখন সরকার পতনের এক দফায় রূপ নিয়েছে। আন্দোলনকারীরা এ দফা বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (৪ আগস্ট) সারাদেশে সংঘর্ষের ঘটনায় প্রাণহানি মাঝে গতরাতকে সবচেয়ে দীর্ঘ ও ভারী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতাদের একজন মোস্তফা সরওয়ার ফারুকী। 

সোমবার (৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ফারুকী লেখেন, ‘এরকম দীর্ঘ ও ভারী রাত আসেনি বাংলাদেশের বুকে। আমি চিন্তিত। চিন্তিত এই প্রজন্মের সাহসী ছেলেমেয়েদের নিরাপত্তা নিয়ে, যারা বাংলাদেশকে দুঃশাসন থেকে মুক্ত করে একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগিয়ে নিতে চায়।’ 

শিক্ষার্থীদের এক দফা আন্দোলন গোটা জাতি মেনে নিয়েছে, বলছেন ফারুকী। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

চলচ্চিত্র নির্মাতা লেখেন, ‘গোটা জাতি এসব অচেনা ছেলেমেয়েদের নেতৃত্ব মেনে নিয়েছে কেন জানেন? কারণ তারাও গোপনে এটাই চাইছিল। ফলে এসব মুক্তি সেনার নিরাপত্তা আমাকে কালকে রাতে ঘুমাতে দেয়নি। আমাকে ঘুমাতে দেয়নি সরকার সমর্থকদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তাও। কোনো নৈরাজ্য আমাদের ভালো কোথাও নেবে না। বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া হলে এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হবে না।’ 

চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছেন ফারুকী। এমন প্রক্রিয়া সরকার মেনে নিলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ড না করার কথা বলেছেন তিনি।

ফারুকি লেখেন- ‘এখন এটা ঠেকানোর উপায় কি? শুভ বুদ্ধির উদয়। সরকার যেটা করতে পারে, সেইফেস্ট এক্সিট রুট নিয়ে একটা ইনটেরিম বডির কাছে দায়িত্ব হস্তান্তর করা। আর আন্দোলনরত ছাত্র নেতৃত্ব যেটি করতে পারে, এই প্রক্রিয়া শুরু হওয়া মাত্র সবাইকে আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে শান্তিপূর্ণ কিন্তু সজাগ অবস্থান নেয়ার আহ্বান জানানো। সব ধরনের প্রতিশোধমূলক কাজ থেকে বিরত থাকতে স্পষ্ট আহ্বান জানানো।’ 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে দেশজুড়ে আবারো কারফিউ ঘোষণায় রাস্তায় নেমেছে সেনাবাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনীকে নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন জনপ্রিয় এই নির্মাতা। 

ফারুকী আরো লেখেন, ‘মিলিটারির উচিত সাথে সাথে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রো-অ্যাকটিভ রোল নেয়া, যাতে সব মত-পথ-ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তারপর ইনটেরিম সরকার সমাজের সব স্টেকহোল্ডারের সঙ্গে বসে ‘কমপ্লিট রিফর্মের’ কাজে হাত দেয়া, যাতে বাংলাদেশ আর কখনোই এরকম দুঃশাসনের কবলে না পড়ে।’

আরো পড়ুন: সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ 

সর্বশেষ ফারুকী লেখেন, এর বাইরে কি অন্য কোনো সলিউশন আছে? হয়তো আছে., যেটি আমার মাথায় আসছে না। আমি শুধু আশা নিয়ে তাকিয়ে আছি। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ গড়ব, যেখানে ন্যায়বিচার থাকবে, লুটপাট থাকবে না, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে এবং আমাদের চিন্তা সেন্সর করবে না কেউ। এই মুহূর্তে একটাই প্রার্থনা, শুভ বুদ্ধির উদয় হোক। ভুল বোঝাবুঝি এড়াতে সংযুক্তি- সেইফ এক্সিট বলতে সুনির্দিষ্ট অপরাধের বিচার না করার কথা বলিনি। তবে সেই বিচার কোনো মব জাস্টিস না হয়ে হতে হবে ফেয়ার জাস্টিস অ্যাট ফেয়ার কোর্ট।’

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App