
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৭:১৩ পিএম
আরো পড়ুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় সংঘাত-সংঘর্ষে অন্তন্ত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বার্তা সংস্থা এএফপি'র বরাতে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিন সরকার পদত্যাগের দাবিতে রাজধানীতে নামেন আন্দোলনকারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ বাঁধে তাদের। ফলে এসব হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিঞা বলেন, আমরা এখানে ২০ জনের মরদেহ পেয়েছি। তবে এ নিয়ে বিস্তাতিত আর কিছুই জানাননি তিনি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় সংঘাত-সংঘর্ষে অন্তন্ত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বার্তা সংস্থা এএফপি'র বরাতে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিন সরকার পদত্যাগের দাবিতে রাজধানীতে নামেন আন্দোলনকারীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ বাঁধে তাদের। ফলে এসব হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিঞা বলেন, আমরা এখানে ২০ জনের মরদেহ পেয়েছি। তবে এ নিয়ে বিস্তাতিত আর কিছুই জানাননি তিনি।