শেখ হাসিনার সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। ভারতের নিরাপত্তা সূত্রগুলো বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা-বিবিসি। অজিত নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন বলেও জানা গেছে।
এর আগে, স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে (উত্তরপ্রদেশ) সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনার বিমান। সেখানেই তার সঙ্গে দেখা করেন অজিত দোভাল।
কূটনৈতিক সূত্রগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, ভারত তার অন্তিম গন্তব্য নয় – এটা শুধু একটা ‘স্টপওভার’। শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন, এরকমই কথা আছে। কিন্তু ‘স্টপওভারে’র মেয়াদ কতটা হবে – দু’তিন ঘণ্টা না কি দু’তিন দিন; সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাকে অবহিত করেছেন বলেও জানিয়েছে বিবিসি।