ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারপ্রধান হওয়া নিয়ে যা জানালেন আসিফ নজরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার পথে কোনো সমস্যা হওয়ার কথা নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৬ আগস্ট) প্রভাবশালী গণমাধ্যম বিবিসিকে এ কথা জানান তিনি।
অধ্যাপক নজরুল বলেন, এই মুহূর্তে ড. ইউনূস দেশের বাইরে আছেন। উনি দেশে না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার গঠনে একটু বিলম্ব হচ্ছে। তার আনুষ্ঠানিক সম্মতি দরকার। বুধবার (৭ আগস্ট) নোবেলজয়ী অর্থনীতিবিদের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
এর আগে ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। ওই সময় তার সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে ইতোমধ্যেই তারা অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন সমন্বয়ক নাহিদ। তিনি বলেন, ড. ইউনূসের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র-জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছেন।