গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংক উত্তাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম

বাংলাদেশ ব্যাংক উত্তাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন কর্মকর্তারা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। এসময় তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা গভর্নর আব্দুর রউফ তালুকদারকে দেশের ব্যাংকিং খাতে লুটের অন্যতম সহযোগী অভিহিত করে নানান স্লোগান দিতে থাকেন।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর বুধবার (৭ অক্টোবর) অফিস খোলার দ্বিতীয় দিনেও কার্যালয়ে আসেননি গভর্নর। এদিন কর্মকর্তাদের রোষানলে পড়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করেন। একই সঙ্গে পদত্যাগ করেন ব্যাংকটির পলিসি ও নীতি কমিটির উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের।
আরো পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকে বিক্ষোভ, পালিয়ে গেলেন ডেপুটি গভর্নর ও ৪ উপদেষ্টা
ডেপুটি গভর্নর নুরুন নাহারের সঙ্গে বৈঠকে বসেছেন নির্বাহী কর্মকর্তারা। তবে কর্মকর্তাদের তোপের মুখে অন্য ৩ জন ডেপুটি গভর্নর কার্যালয় ত্যাগ করেন।