দুর্নীতির বিরুদ্ধে কঠোর না হওয়ার সুযোগ নেই: শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০২:০৯ পিএম

শিল্প মন্ত্রণালয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর না হওয়ার সুযোগ নেই। আমরা মানুষের রক্তের ওপর দিয়ে এসেছি। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
শনিবার (১০ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন বেলা ১১টার কিছু পরে আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ে আসেন।
তিনি বলেন, ক্ষুদ্র শিল্প ঘিরে নতুন পরিকল্পনা আছে অন্তবর্তীকালীন সরকারের। দুর্নীতিতে কোনো ছাড় দেয়া হবে না। নতুন পরিকল্পনা করে সাভারের চামড়া শিল্প প্রক্রিয়াকরণ অঞ্চলকে এগিয়ে নেয়া হবে। জাহাজ শিল্পের বিকাশে কাজ করবে।
আরো পড়ুন: প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন : আসিফ নজরুল
প্রতিদিন কর্মকর্তাদের সঙ্গে বসবো জানিয়ে আদিলুর রহমান বলেন, ধুঁকতে থাকা শিল্পের বিষয়ে পরিকল্পনা রয়েছে। সার আমদানি নিয়ে বাড়তি গুরুত্ব দিবে সরকার। কাজে চ্যালেঞ্জ রয়েছে। সেটা মাথায় রেখেই কাজ করতে হবে।
আদিলুর রহমান আরো বলেন, গ্যাস ও সারের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার দপ্তর প্রধানরা।