চাটুকারি করলে মিডিয়া বন্ধ হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৪:৩৪ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের গণমাধ্যমের পক্ষপাতিত্যমূলক আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রবিবার (১১ আগস্ট) রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশের খোঁজখবর নেয়া শেষে দেশীয় গণমাধ্যমের খবর প্রকাশ নিয়ে ক্ষোভ ঝাড়েন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, বার বার বলছেন না না কিছু হয়নি। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কী হচ্ছে- তাহলে আজ পুলিশের এই অবস্থা হয় না। বারবার বলা হয়েছে কিছু হয় নাই, কিছু হয় নাই। বিবিসিতে আমি দেখেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেইম অন ইউ, শেইম অন মিডিয়া ওনার।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অতীতে যাই ছিল, আমরা কোন মিডিয়া বন্ধ হোক চাই না। তবে এখন থেকে চাটুকারি করলে মিডিয়া বন্ধ করে দেবো। সেটা আপনারা আন্তর্জাতিক চিল্লাচিল্লি করেন যাই করেন। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। যদিও এটা আমার বিষয় না, আবার আমার বিষয়ও বটে।’
আরো পড়ুন: যে তারিখের মধ্যে যোগ না দিলে পুলিশ সদস্যদের চাকরি থাকবে না
গণমাধ্যমে টক শো প্রসঙ্গে তিনি বলেন, আপনারা টক শো করেন, লিস্ট দেখেন, কাকে ডাকা যাবে, কাকে ডাকা যাবে না। টক শো’তে কোন জ্ঞানগর্ভ আলোচনা হয় না। এসব চাটুকারদের ডাকবেন না।
এসময় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন করা নিয়েও কটূক্তি করেন তিনি। বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অমুক। আপনি দুনিয়া জয় করে আসছেন। হোয়াট ইজ দিস?
তিনি আরো বলেন, একটা দেশ ডুবে কখন, যখন মিডিয়া সত্যি কথা বলে না। দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন। যারা ক্ষমতায় থাকে, তাদের চোখ যেন খোলে। তিনি উল্লেখ করে বলেন, চাটুকার গণমাধ্যমের মালিকদের বিচার হওয়া উচিত। আপনি রাজনীতিবিদ তৈরি করেননি, চাটুকার তৈরি করেছেন। এমন চাটুকার তৈরি করেছেন যে- মানুষ মরে যাচ্ছে, কিন্তু তারা বলছে, ‘না, সব ঠিক আছে’। এমন চাটুকারের দল দিয়ে রাজনীতি করা যায় না। যারা রাজনীতি করছেন, তারা তো রাজনীতি বাদ দিতে পারবেন না। তাই চাটুকারিতা বাদ দেন।”