×

জাতীয়

অন্তর্বর্তী সরকারকে যে অনুরোধ করলো ঢাকা চেম্বার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৬:৩৬ পিএম

অন্তর্বর্তী সরকারকে যে অনুরোধ করলো ঢাকা চেম্বার

ছবি: সংগৃহীত

   

ছাত্র-জনতার আন্দোলনে নিহত-আহতদের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) গভীর শোক প্রকাশ করেছে। সেই সঙ্গে নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। 

এই ঘটনায় যাদের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে ডিসিসিআই। সংগঠনটি বলছে, এ ঘটনায় সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয়েছেন। অনেক পরিবার প্রিয় সন্তানদের চিরবিদায় দিয়েছেন। এই অপূরণীয় ক্ষতি থেকে জাতিকে ঘুঁরে দাঁড়াতেই হবে।

এমন কঠিন সময়ে জাতিকে একত্রিত করার দায়িত্বভার গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও স্বাগত জানাচ্ছে ডিসিসিআই। এই সরকারের সাফল্য কামনা করে এবং তাদের হাত ধরে দেশের আইনশৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক সেই প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশও ফিরে আসবে সেই কামনা করেছে।  

যত দ্রুত সম্ভব বিভিন্ন নাশকতা ও নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করেছে ডিসিসিআই। তারা বলছে, বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। এ ব্যাপারে সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠারও অনুরোধ জানাচ্ছে ডিসিসিআই।

অর্থনৈতিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু করা প্রয়োজন। সাম্প্রতিক পরিস্থিতির কারণে সৃষ্ট ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে বেসরকারি খাতের প্রয়োজন দ্রুত এবং প্রয়োজনীয় সহায়তা। রাজনৈতিক ও আইনি পরিবেশ নিশ্চিতের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধার্থে অনুকূল পরিবেশ চালু করতে হবে। একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে আমরা দেশে ও বিদেশে আমাদের ব্যবসা-বাণিজ্যের আস্থা পুর্নগঠন করতে সক্ষম হবো। 

ডিসিসিআই উল্লেখ করেছে, একটি টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে সাম্প্রতিক ক্ষয়-ক্ষতির পরিণতি কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার, বেসরকারি খাত এবং রাজনৈতিক দলগুলোসহ সব স্টেকহোল্ডারদের কাছ থেকে সম্মলিত প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

অর্থনীতির ক্ষতি ও অন্যান্য ক্ষয়-ক্ষতি বিবেচনায় নবগঠিত অন্তর্বর্তী সরকারকে ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ইতিবাচক প্রবৃদ্ধির ধারা পুনর্বহালের জন্য পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছে ঢাকা চেম্বার। সংগঠনটি বলছে, এই বিষয়ে আমরা সরকারকে আর্থিক খাতের স্থিতিশীলতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা, পুঁজিবাজারের সংস্কার, জাতীয় রাজস্ব বৃদ্ধি, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি হ্রাস এবং সিএমএসএমই খাতের পুনরুদ্ধারসহ অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হলো।

ডিসিসিআই বলছে, আমরা বিশ্বাস করি, অর্থনীতির পুর্নগঠন প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার কার্যকরী পদক্ষপে গ্রহণ করতে পারবে। জাতির উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী আমরা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App