নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম শিগগির কমবে: সালেহউদ্দিন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৩:৩৮ পিএম

সালেহ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শিগগিরই কমবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সালেহ উদ্দিন আহমেদ বলেন, বাজারে পণ্যের দাম এখনই কমবে সেটা বলছি না, তবে শিগগির কমতে শুরু করবে।
তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না, বরং যৌক্তিক সময়ের মধ্যে এটি কমে আসবে। আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে।’
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।’
উপদেষ্টা বলেন, কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে। নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে তারা বাধাপ্রাপ্ত হবেন না। বাংলাদেশে ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী এবং উদ্যমী। এই জন্যই এতদূর আমরা আসতে পেরেছি, নাহলে পারতাম না।
আরো পড়ুন: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবি
উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় ক্ষমতাশীল দলের নেতা-কর্মীরা। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।