×

জাতীয়

৩১ মাসের বেতন-ভাতা বকেয়া সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের শ্রমিকদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:৩৬ পিএম

৩১ মাসের বেতন-ভাতা বকেয়া সালমান এফ রহমানের প্রতিষ্ঠানের শ্রমিকদের

ছবি: সংগৃহীত

   

৩১ মাসের বেতন ও ভাতা বকেয়া সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের শ্রমিকদের। বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সরকারি বাসভবন যমুনার সামনে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে সাইনোভিয়া ফার্মা পিএলসির ৩৮০ জন শ্রমিক-কর্মচারী। 

 ভুক্তভোগী শ্রমিক মো. জাহিদুল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি, আমরা এতদিন অপশক্তির কাছে পরাজিত ছিলাম। আমাদের বেতন ভাতা দেয়া হয়নি। সালমান এফ রহমান প্রতিষ্ঠানটি কিনে আমাদের বেতন না দিয়ে জোরপূর্বক পদত্যাগ করান। চাকরিতে পুনর্বহালের জন্য কোর্টের রায় থাকলেও আমাকে পুনর্বহাল করা হয়নি। ৩১ মাসের বেতন-ভাতাও দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা দাবি জানাচ্ছি, আমাদের বেতন-ভাতার যেন তিনি ব্যবস্থা করে দেন।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, সদ্যবিদায়ী স্বৈরশাসক কীভাবে আইনি কাঠামোর অপপ্রয়োগ করে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে একটি ভিত্তিহীন মামলায় শাস্তি দিয়েছিল, যেখানে তিনি তার শ্রমিক-কর্মচারীদের বাংলার ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ সুবিধা এবং মুনাফার অংশ দিয়েছিলেন। 

অন্যদিকে সালমান এফ রহমান ২০২১ সালে দেশের স্বনামধন্য বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেড (বর্তমানে সাইনোভিয়া ফার্মা পিএলসি) এর মালিকানা ও কর্তৃত্ব কিনে স্বৈরাচারী ক্ষমতা ব্যবহারের মাধ্যমে আমাদের ৩৮০ জন শ্রমিক কর্মচারীকে ২০২২ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত (৩১ মাস) সম্পূর্ণ বেআইনিভাবে প্রাপ্য বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট এই শ্রমিক-কর্মচারীদের চাকরিচ্যুত না করার জন্য নির্দেশনা দিলেও তা মানা হয়নি।

হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ এ শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়নের (সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স-এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, বি-২২০৭) কার্যক্রমের বৈধতা দিয়েছেন এবং এই ট্রেড ইউনিয়নের দায়ের করা অপর এক মামলায় সিবিএ নির্বাচন করার জন্য শ্রম মন্ত্রণালয়ের মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন। তবে রায়ের কপি হাতে আসার আগেই সদ্য বিতাড়িত স্বৈরশাসকের তোষামোদি এক বিচারপতি মামলার বিষয়বস্তুর ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা দেন। এ অবস্থায় ৩৮০ জন শ্রমিক-কর্মচারী ৩১ মাস ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানান অভিযোগকারীরা।

আরো পড়ুন: যে মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান-আনিসুলকে

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App