পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন চীনের রাষ্ট্রদূত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত
চীন বরাবরের মতোই বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (১৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, ‘চীন বরাবরই কঠোরভাবে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। দেশটির আন্তর্জাতিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেবে।’
এর আগে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আরো পড়ুন: মামুন, হারুনসহ ১৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মামলার আবেদন
একই দিন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো অ্যাজেন্ডা ছিল না। দুই দেশের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।
এদিকে, শান্তিশৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করার কথা জানিয়েছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক।