×

জাতীয়

প্রতিবিপ্লবের চেষ্টা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না: সমন্বয়ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৫:১৫ পিএম

প্রতিবিপ্লবের চেষ্টা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না: সমন্বয়ক

আওয়ামী লীগের কোনো ‘অস্তিত্ব থাকবে না’ বলে হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

   

প্রতিবিপ্লবের চেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো ‘অস্তিত্ব থাকবে না’ বলে হুঁশিয়ার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘যে ফ্যাসিস্ট সরকার ১৬ বছর ধরে এদেশের মানুষকে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব ঘটিয়েছে। যে জায়গায় কেউ যদি আবার প্রতিবিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘রেজিস্ট্যান্স উইক’ এর অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে সারজিস বলেন, ছাত্র জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা যদি করে, আমরা বলে দিচ্ছি, ৫ আগস্ট যা দেখেছেন, এর পরে আপনাদের আর অস্তিত্ব থাকবে না। যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ভুলেও ছাত্র জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলার স্পর্ধা দেখাবেন না।

আরো পড়ুন : ধানমন্ডি ৩২ নম্বরে ফোন চেকিং নিয়ে যা বললেন সমন্বয়ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে সারজিস বলেন, আমরা বিগত ১৬ বছরে দেখেছি, এই বাংলাদেশে যদি একটা পিলারও হত, সেটার ক্রেডিট একজন মানুষকে দেয়া হত। কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, যতগুলো খুন হয়েছে, সেগুলোর নির্দেশ কোথায় থেকে এসেছে? আমরা জানি প্রত্যেকটি হুকুম হাসিনার কাছ থেকে এসেছে। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, আমরা খুনি হাসিনার বিচার চাই।

সারজিস বলেন, আওয়ামী লীগ শাসনামলে বেশিরভাগ মামলার বিচার হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা প্রতিহিংসার কারণে। আমরা এমন একটি আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করবো, যেটি নিয়ে পুরো বিশ্বের কেউ কোনো প্রশ্ন না করতে পারে। সেই জায়গা থেকে আমাদের দাবিটি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে। আমরা চাই, বিশ্ববাসী দেখুক ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কত মানুষ খুন করেছে।

শেখ হাসিনা সরকার পতনের পর প্রতিবিপ্লব ঠেকাতে চার দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App