গ্রেপ্তার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন নিয়ে যে মন্তব্য করলেন উপদেষ্টা নাহিদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৯:৫৯ পিএম

অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাওয়া মানুষেরা বাধার সম্মুখীন হয়েছেন। এমনকি মারধরেরও শিকার হয়েছেন অনেকে। এসময় আশপাশ থেকে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এসব ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে নাহিদ ইলাম লেখেন, ‘কারো ফোন চেক করা, নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির উপর চড়াও হওয়া নিন্দনীয়। একইভাবে গ্রেপ্তার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন। অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে।’
তিনি আরো লেখেন, ‘আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র-নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আমাদের যেমন প্রতিরোধ জারি রাখতে হবে অন্যদিকে নিজেদের অভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে হবে।’
আরো পড়ুন : ধানমন্ডি ৩২ নম্বরে ফোন চেকিং ও মারধরের নিয়ে যা জানালেন উপদেষ্টা নাহিদ