বিজিবির মাদকবিরোধী অভিযান
৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা আটক করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক দাম ২১ কোটি টাকা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এ খবর পেয়ে একটি বিশেষ দল ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে কৌশগত অবস্থান নেয়।
গভীর রাতে ওই এলাকা দিয়ে কয়েকজনকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করে। দুবৃত্তরা তাদের হাতে থাকা একটা ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা সেখানে তল্লাশী চালিয়ে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এদিকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে মাদকবিরোধী আভিযানিক চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। বিজিবির এসব অভিযানকালে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের সনাক্ত করাতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।