আলোচিত সেই সচিব শাহ কামাল রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ।
এরআগে এদিন আসামি কামালকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে বিচারক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরো পড়ুন: শেখ হাসিনা-কাদেরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
এরআগে গত শনিবার (১৭ আগস্ট) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আগের দিন শুক্রবার (১৬ আগস্ট) এই সচিবের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল।