×

জাতীয়

সিটি মেয়র- জেলা ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণের কারণ জানালেন উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম

সিটি মেয়র- জেলা ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণের কারণ জানালেন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

   

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে সিটি করপোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এ এফ হাসান আরিফ বলেন, পুরোনো শাসকের সঙ্গে সম্পর্কিত কাউকে দায়িত্বে না রাখার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার প্রত্যাশার পরিপ্রেক্ষিতে এই রদবদল করা হয়েছে। পুরো স্থানীয় সরকার বিভাগকে পরিচ্ছন্ন করারেএটা একটা প্রক্রিয়া। পরে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

তবে ইউনিয়ন পরিষদে এখন হাত দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, আগে যাচাই-বাছাই করে দেখা হবে। সেখানে কার্যক্রম কেমন চলছে পর্যবেক্ষণ করা হবে। পরে প্রয়োজন মনে হলে পদক্ষেপ নেয়া হতে পারে। 

উপদেষ্টা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্য কাজগুলো দৈনন্দিন করতে হয়, সেগুলো যেন চালু থাকে এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে; সেজন্য প্রথম দিকেই স্থানীয় সরকারি কর্মচারীদের দায়িত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ছাত্র-জনতা যেসব দাবি-দাওয়া কার্যকরের জন্য আমাদের ওপর বিশ্বাস রেখেছে, সেগুলোর প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App