যেভাবে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত
গত কয়েকদিনের টানা বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২৪ এর রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। হ্রদে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জানান।
তিনি বলেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বমোট ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। যা এই বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন। কোন ইউনিট থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তারও পরিসংখ্যান জানানো হয়েছে। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট, ২ নম্বর ইউনিট হতে ৪০ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে টানা ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাপ্তাই প্রধান কার্যালয় সূত্র জানায়, রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের বর্তমানে ৯৪ দশমিক ২০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও শনিবার রাত ৮ টা পর্যন্ত পর্যন্ত হ্রদে ৯৬ দশমিক ৭৯ এমএসএল পানি রয়েছে। অর্থাৎ কাপ্তাই হ্রদে বর্তমানে পানির পরিমাণ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি রয়েছে।
আরো পড়ুন: আহতদের পুনর্বাসনে সব ব্যবস্থা নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির ধারণ ক্ষমতা ১০৯ মিনস সি লেভেল (এমএসএল)।