×

জাতীয়

বিমানের নতুন চেয়ারম্যান

যাত্রীসেবার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:০৮ পিএম

যাত্রীসেবার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে

ছবি: ভোরের কাগজ

   

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চেয়ারম্যান মুয়ীদ বলেন, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে উন্নত করতে এসেছেন, তিনি কিছু নিতে আসেননি। তিনি বলেন, বিমানের সার্বিক কার্যক্রম ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শিগগিরই একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ দেয়া হবে। তিনি উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের বলেন, তাদের দাবির বিষয়ে বিস্তারিত জানবেন এবং সেগুলো যথাযথভাবে সমাধান করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আর্থিক সক্ষমতা পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবেন বলেও উল্লেখ করেন।

আরো পড়ুন: আন্দোলনে হতাহতদের পরিবারের দেখভালে ফাউন্ডেশন গঠন, নেতৃত্বে ড. ইউনূস

চেয়ারম্যান মুয়ীদ বলেন, তার সময়ে বিমান একটি লাভজনক এয়ারলাইন্স ছিল এবং সব সিদ্ধান্ত ব্যবসায়িক বিবেচনায় নেয়া হয়েছিল। তিনি বিমানকে যাত্রীসেবার মানোন্নয়নে একযোগে কাজ করতে এবং বিমান ও এয়ারপোর্টে যাত্রীদের হয়রানি বন্ধ করার ওপর গুরুত্ব দেন। 

চেয়ারম্যান বিমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন, গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি, মতিঝিলে এবং ফার্মগেটে হাইরাইজ ভবন নির্মাণ, প্রশিক্ষণ ও দক্ষ জনবল বৃদ্ধি এবং টিকেটের সহজলভ্যতা নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান। 

উল্লেখ্য, সোমবার (১৯ আগস্ট) সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App