ঢাবি অর্থনীতি বিভাগের দুই অধ্যাপককে অপসারণের দাবি শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:১৮ পিএম

ছবি: ভোরের কাগজ
ফ্যাসিবাদী সরকারের পক্ষে অবস্থান নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন সিদ্দীকি ও ড. সৈয়দ নাইমুল ওয়াদুদকে অপসারণের দাবিতে আন্দোলন করে বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় বিভাগের ফ্লোরে আন্দোলন করে। পরে বেলা ১২টায় শিক্ষার্থীরা দুই অধ্যাপকের অপসারণ চেয়ে বিভাগের চেয়ারপার্সনের নিকট দরখাস্ত পেশ করেন।
আন্দোলনে বিভাগটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও তাদের সমর্থনকারীদের সকল ক্লাস ও পরীক্ষা থেকেও অবাঞ্ছিত ঘোষণা দেয়। এছাড়াও হামলাকারীদের রক্ষা করার জন্য বিভাগের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের হয়রানি করায় তাদের ক্ষমা প্রার্থনার দাবি করেন।
আরো পড়ুন: ড. ইউনূসকে ফ্রান্স প্রেসিডেন্টের চিঠি, যা লিখলেন
শিক্ষার্থীদের বিবৃতি অনুযায়ী, ড. সৈয়দ নাইমুল ওয়াদুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পক্ষে বক্তব্য রেখেছেন এবং ছাত্রসমাজের বিরুদ্ধে উসকানিমূলক 'ফেসবুক স্ট্যাটাস' প্রদান করেছেন। তিনি ছাত্র-শিক্ষকদের ওপর আক্রমণের বিষয়ে তিনি তার অবস্থান পরিষ্কার করেননি, আগস্ট মাসের এক তারিখে অর্থনীতি বিভাগের শিক্ষক কর্তৃক আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতেও যোগদান করেননি। তিনি নীল দলের পক্ষপাতমূলক ও ন্যাক্কারজনক বক্তব্যে সমর্থন প্রদান করেছেন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক ড. শাহাদাত সিদ্দিকী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি নীল দলের আয়োজিত সভায় অংশ নেন যেখানে ঢাবির প্রাক্তন উপাচার্যের গত এক মাসের প্রশ্নবিদ্ধ ভূমিকাকে সমর্থন জানানো হয়। ড. শাহাদাত তা নীরব থেকে সমর্থন জানিয়েছেন বলেও জানায় বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো জানান, ড. শাহাদাত অর্থনীতি বিভাগের শিক্ষক কর্তৃক আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতেও যোগদান করেননি। তবে সেদিন বেলা ১২ টায় নীল দলের সভায় তিনি উপস্থিত ছিলেন।