×

জাতীয়

তিস্তার পানি বণ্টন ইস্যুতে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:৩৪ পিএম

তিস্তার পানি বণ্টন ইস্যুতে যা বললেন উপদেষ্টা রিজওয়ানা

ছবি: সংগৃহীত

   

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, তিস্তা চুক্তির বিষয়ে দেশের মানুষ কী চায় সেটা টেবিলে যাতে আসে সেই ব্যবস্থা করা হবে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বাংলাদেশ তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে বা লিখিত দিতে আমরা একদম পিছপা হবো না। 

আরো পড়ুন: ঢাবি অর্থনীতি বিভাগের দুই অধ্যাপককে অপসারণের দাবি শিক্ষার্থীদের

তিস্তা পাড়ের মানুষের সঙ্গে এবার কথা বলা হবে উল্লেখ করে তিনি বলেন, জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করে কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনব। ভারতের মমতা ব্যানার্জি বলেন, আমরা মানুষকে বঞ্চিত করে পানি দেবো না। সুতরাং আমার মানুষ কি চায় সেটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, নদী নির্ভর মানুষ যেন তাদের ন্যায্য অধিকারটুকুর দাবি উপস্থাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেবো। আন্তর্জাতিক যে আইনগুলো আছে সেগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। 

ভারতের সঙ্গে আলোচনা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, ভারতের সঙ্গে তো আলোচনায় যেতেই হবে। তাদের সঙ্গে কুশিয়ারা, ফেনী (নদী) নিয়ে চুক্তি আছে। গঙ্গা চুক্তি রিনিউ করার বিষয় আছে। ৫৪ অভিন্ন নদী ছাড়াও হয়তো আরো কিছু অভিন্ন নদী আছে। অভিন্ন নদীগুলো নিয়ে আমরা কথা বলব। 

তিনি আরো বলেন, ভারত সবচেয়ে বড় প্রতিবেশী। বাংলাদেশের স্বাধীনতায় তাদের বড় ভূমিকা রয়েছে। ভারতের সঙ্গে আমরা অবশ্যই আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি টিকিয়ে রাখব। আমাদের যে দাবি দাওয়া সেগুলো আমরা জোরালোভাবে পেশ করব। আমরা হয় আন্তর্জাতিক পরিসরেও কথা বলব যে এটি ন্যায্য দাবি। জনগণকে আশ্বস্ত করতে চাই তাদের ন্যায্য দাবির ব্যাপারে, বাংলাদেশের নদীগুলোর জীবন বাঁচানোর ব্যাপারে আমাদের যা বলার বলব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App