×

জাতীয়

গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১১:২৫ এএম

গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় জাতিসংঘের তথ্যানুসন্ধান দল

ছবি: সংগৃহীত

   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ দমনে পুলিশের নির্বিচার গুলিবর্ষণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য ঢাকায় এসে পৌঁছেছে জাতিসংঘের প্রাথমিক তথ্যানুসন্ধান দল। বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পৌঁছান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বাধীন ৩ সদস্যের এ দল। 

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দলটি প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য বাংলাদেশে অবস্থান করবে, তবে প্রয়োজন হলে এই সময় বাড়ানো হতে পারে। এ সময়ের মধ্যে তারা ঢাকায় বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া এবং শর্তাবলী চূড়ান্ত করবে।

জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। জাতিসংঘও এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে। সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসব অভিযোগ আমলে নিয়ে তদন্তের ঘোষণা দেয়, যেখানে জাতিসংঘও যুক্ত হয়েছে।

গত ১৪ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের টেলিফোনে আলোচনা হয়। এই আলোচনাতেই এ তদন্ত কার্যক্রম চূড়ান্ত করা হয়।

গত সপ্তাহে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, কোটা সংস্কার আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অপ্রয়োজনীয়’ এবং ‘অতিরিক্ত’ বলপ্রয়োগ করেছে বলে গুরুতর অভিযোগ রয়েছে।

এছাড়া, আন্দোলনে সহিংসতা, প্রাণহানি, এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের, বিশেষ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এইসব ঘটনায় জবাবদিহিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App